আপনাদের মধ্যে অনেকেই হয়তো কয়েকদিন ধরে অচেনা নম্বরে হোয়াটসআপে বা ফোনে কল বা এসএমএস পাচ্ছেন। এবং এটা হয়তো দিনে এক দুইবার থেকে শুরু করে অনেকবার পর্যন্ত হচ্ছে। আর এই কল গুলো করা হচ্ছে সাধারণত বাইরের দেশের নাম্বার থেকে। এই নাম্বার গুলোর শুরুর সংখ্যা গুলো সাধারণত +২৩৭(ক্যামেরুন, আফ্রিকা), +৮৪(ভিয়েতনাম), +২৫১(ইথিওপিয়া, আফ্রিকা) এবং অন্যান্য আন্তর্জাতিক কোড দিয়ে শুরু।
এইসমস্ত কল এর নেপথ্যে আসলে কী হচ্ছে তা Meesho কোম্পানির সিকিউরিটি ইঞ্জিনিয়ার Mohit Bagria এর মতে – আপনার নাম্বার হয়তো কোন মতে scammer দের হাতে পরে গেছে। আর যে নম্বরগুলো দিয়ে কল করা হচ্ছে সেগুলোর বেশিরভাগ নম্বরই ফেক নাম্বার বা ভার্চুয়াল নাম্বার। এবং এই নাম্বার গুলোকে যদি truecaller বা অন্য কোন সার্চ ইঞ্জিনে চেক করেন তাহলে হয়তো সঠিক তথ্য নাও পেতে পারেন এবং এগুলোকে truecaller বা অন্য আপে Spam Number হিসেবেও দেখাতে পারে।

এই সমস্ত কল পাওয়ার পিছনের কারণ হতে পারে আপনার মোবাইল নাম্বার কোনোভাবে সর্বজনীন ভাবে উপলব্ধ হয়েছে অর্থাৎ স্ক্যামাররা কোনভাবে আপনার নাম্বার পেয়ে গেছে এবং ফেক কল ও মেসেজ পাঠিয়ে আপনাদেরকে ঠকানোর চেষ্টা করছে।
এই পরিস্থিতিতে কোনোরকমের টেনশন না করে আপনার উচিত নিচের ব্যবস্থাগুলি গ্রহণ করা –
- কখনোই এরকম অযাচিত কল উঠাবেন না
- হোয়াটসআপে বা ফোনে কল আসলে সঙ্গে সঙ্গে কল কেটে দিন এবং নাম্বারটি ব্লক করে রিপোর্ট করুন
- আপনার হোয়াটসঅ্যাপের Privacy Setting পরিবর্তন করুন এবং আপনার Profile এবং Status রেস্ট্রিক্ট করুন শুধুমাত্র “My Contacts” হিসেবে
- কখনোই এইসমস্ত অজানা নাম্বার থেকে আশা মেসেজের লিঙ্ক এ ক্লিক করবেন না
- কখনও ভুল করে কোন নাম্বার থেকে আশা কল উঠানোর পর যদি কোনরকম সমস্যার সম্মূখীন হোন তাহলে সঙ্গে সঙ্গে Cyber Crime ডিপার্টমেন্টে অভিযোগ দায়ের করুন