৯.৫ লাখ শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্যাবলেট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, জেনে নিন কিভাবে পাবেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর “Free Tablet Scheme 2023” অনুযায়ী ছাত্রছাত্রীদের ফ্রি ট্যাবলেট দেওয়া হবে। এই পোস্টে আমরা “ফ্রি ট্যাবলেট স্কিম” সম্পর্কে, আপনাকে পুরো তথ্য প্রদান করবো যা ২০২১ সালে শুরু করা হয়েছিল। 

কারা কারা এই স্কীমের সুবিধা ভোগ করতে পারবেন তা জানার জন্য পুরো পোস্টটিতে চোখ রাখুন। পোস্টের শেষে কিভাবে আবেদন করবেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

ফ্রি ট্যাবলেট স্কিমের উদ্দেশ্য:

এই স্কিমের প্রধান উদ্দেশ্য হলো, যেসমস্ত ছাত্রছাত্রীরা টকাপয়সার অভাবে অনলাইনে পড়াশুনার সুবিধা পায় না তাদেরকে সেই সুবিধা প্রদান করা। এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে ডিজিটাল ডিভাইড দূর করার জন্যও এই উদ্যোগ বিশেষ ভাবে কার্যকরী। ফ্রি ট্যাবলেট স্কিম ছাড়াও আগত অ্যাসেম্বলী ইলেকশনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের জনহিতকর পদক্ষেপ গ্রহণ করছে।

ফ্রি ট্যাবলেট স্কিম ২০২৩ এর বিবরণ:

স্কিমের নামপশ্চিমবঙ্গ ফ্রি ট্যাবলেট স্কিম ২০২৩
স্কিম শুরু হয়২০২১ সালে
শুরু করেনপশ্চিমবঙ্গ সরকার
উদ্যেশ্যছাত্রছাত্রীদেরকে ফ্রিতে ট্যাবলেট প্রদান
কারা কারা পাবেন দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীরা
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wb.gov.in

ফ্রি ট্যাবলেট স্কিম ২০২৩ এর সুবিধাসহ:

  • এই স্কিমের অন্তর্গত ৯.৫ লাখ শিক্ষার্থীকে ফ্রি ট্যাবলেট দেওয়া হবে
  • ৩৬০০০ সরকারি এবং আধাসরকারী স্কুলের ছাত্রছাত্রীরা এই স্কিমের সুবিধা নিতে পারবে 
  • ১৪০০০ উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং ৬০০ মাদ্রাসায় এই স্কিম দেওয়া হবে 
  • এই টেবলেটগুলি ছাত্রছাত্রীদেরকে সারাজীবনের জন্য ফ্রিতে দেওয়া হবে। এগুলো তারা তাদের গ্রাজুয়েশনের পড়াশুনার কাজেও ব্যবহার করতে পারবেন 
Related Article  Digital Voter Card Download: বাড়িতে বসেই ভোটার কার্ড ডাউনলোড করুন, জেনে নিন পদ্ধতি

ফ্রি ট্যাবলেট স্কিমের জন্য কারা কারা যোগ্য?

এই স্কিমে আবেদনের জন্য নিম্নোক্ত যোগ্যতা গুলো থাকা আবশ্যক – 

  • আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
  • ছাত্রছাত্রীকে অবশ্যই সরকারী, আধাসরকারী বা মাদ্রাসায় পড়াশুনা করতে হবে 
  • অবশ্যই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হতে হবে 
  • পারিবারিক বাৎসরিক আয় ২ লাখ টাকার বেশি হওয়া চলবে না

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:

পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি ট্যাবলেট স্কিমে আবেদনের জন্য নিচের প্রমাণপত্রগুলির প্রয়োজন হবে – 

  • আধার কার্ড 
  • স্কুল আইডি কার্ড 
  • ঠিকানার প্রমাণপত্র 
  • সঠিক মোবাইল নাম্বার 
  • পাসপোর্ট সাইজের ফটো
  • স্ক্যান করা সই

আবেদন পদ্ধতি:

Westbengal Free Tablet Scheme 2023 – এর জন্য পশ্চিমবঙ্গ সরকার দ্বারা একটি ওয়েবপোর্টাল খোলা হবে। এই পোর্টালটি এখনও খোলা হয়নি। যখনই এই পোর্টাল টি ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে, আমাদের এই ওয়েবসাইটেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ চোখ রাখুন আমাদের ওয়েবসাইট নিউস ক্রেট এ।

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment