WBP Recruitment 2023: কলকাতা পুলিশের ২২৬৬টি পদে আবেদনের তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয়ে জেনে নিন

সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ২২৬৬টি পোস্টে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর মাধ্যমে কলকাতা পুলিশের কনস্টেবল পদ সহ সিভিক ভলান্টিয়ার পদেও নিয়োগ করা হবে।

যেসব পরীক্ষার্থী এই পদে আবেদনের জন্য ইচ্ছা প্রকাশ করছেন তারা নিচের পোস্ট থেকে আবেদনের শুরু, শেষ, পরীক্ষার তারিখ, যোগ্যতা, আবেদন মূল্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

প্রয়োজনীয় যোগ্যতা:

  • পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা সমতুল্য বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলা লিখতে ও বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং এর স্থায়ী বাসিন্দাদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়)

বয়সের সময়সীমা:

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ২৭ বছর

এছাড়া ওবিসি,তপশিলী জাতি ও উপজাতির আবেদনকারীরা সরকার নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

শারীরিক পরিমাপ:

পুরুষ কনস্টেবলসমস্ত ক্যাটাগরির আবেদনকারীদের জন্য:

উচ্চতা: ১৬৭ সেন্টিমিটার (খালি পায়ে)
ওজন: ৫৭ কেজি
বুকের পরিমাপ: ৭৮ সেন্টিমিটার (না ফুলিয়ে)৮৩ সেন্টিমিটার (ফুলিয়ে)

গোর্খা, গাড়ওয়ালী, রাজবংশী এবং তপসিলী উপজাতির জন্য:

উচ্চতা: ১৬০ সেন্টিমিটার (খালি পায়ে)
ওজন: ৫৩ কেজি
বুকের পরিমাপ: ৭৬ সেন্টিমিটার (না ফুলিয়ে)৮১ সেন্টিমিটার (ফুলিয়ে)
মহিলা কনস্টেবলসমস্ত ক্যাটাগরির আবেদনকারীদের জন্য:

উচ্চতা: ১৬০ সেন্টিমিটার (খালি পায়ে)
ওজন: ৪৯ কেজি

গোর্খা, গাড়ওয়ালী, রাজবংশী এবং তপসিলী উপজাতির জন্য:

উচ্চতা: ১৫২ সেন্টিমিটার (খালি পায়ে)
ওজন: ৪৫ কেজি

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদন শুরুর তারিখ:২৯-০৫-২০২৩ তারিখে দুপুর ১২:০১টা থেকে
আবেদন শেষের তারিখ:২৭-০৬-২০২৩ তারিখ রাত ১১:৫৯টা পর্যন্ত
আবেদন এডিট করার তারিখ:০১-০৭-২০২৩ তারিখ থেকে ০৭-০৭-২০২৩ তারিখ পর্যন্ত
প্রিলিমিনারী পরীক্ষার তারিখ:০৪-০৬-২০২৩ তারিখ

আবেদন ফী:

ক্যাটাগরিআবেদন ফী (টাকা)প্রসেসিং ফী (টাকা)মোট আবেদন ফী (টাকা)
সমস্ত ক্যাটাগরি (SC, ST বাদ দিয়ে)১৫০২০১৭০
তপসিলী জাতি (SC)২০২০
তপসিলী উপজাতি (ST)২০২০

শূন্যপদ সংখ্যা:

  • পুরুষ কনস্টেবল: ১৪১০
  • মহিলা কনস্টেবল: ৮৫৬
  • মোট শূন্যপদ: ২২৬৬
Related Article  দক্ষিণপূর্ব সেন্ট্রাল রেলওয়েতে ৫৪৮টি পদে ট্রেড এপ্রেন্টিস নিয়োগ, কিভাবে আবেদন করবেন জেনে নিন

গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ:

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment