৩০শে এপ্রিল ২০২৩ এ সংঘটিত হওয়া পশ্চিমবঙ্গ যুগ্ম প্রবেশিকা পরীক্ষা ২০২৩ (WBJEE 2023) এর অফিসিয়াল ‘Answer Key’ wbjeeb.nic.in ওয়েবসাইটে রিলিজ হয়ে গেছে। পরীক্ষীর্থীরা নিজেদের এপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এর সাহায্যে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে এই ‘Answer Key’ সহজেই দেখতে পারবেন।
জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ২০২৩ এর অফিসিয়াল ‘Answer Key’ কিভাবে ডাউনলোড করবেন তা সম্পর্কে বিস্তারিত তথ্য নিচের পোস্টে জানানো হলো।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
West Bengal Joint Entrance Exam 2023 অফিসিয়াল ‘Answer Key’:
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই মাসের ১০ তারিখ তাদের ওয়েবসাইটে wbjee 2023 এর অফিসিয়াল ‘Answer Key’ রিলিজ করেছে। যেসমস্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা সহজেই নিচের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল answer key ডাউনলোড করতে পারবেন।
গত এপ্রিল মাসের ৩০তারিখে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ২০২৩ অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় পশ্চিমবঙ্গ সহ বিহার, উত্তরপ্রদেশ ও অন্যান্য রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী অংশগ্রহণ করে থাকে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখায় ভর্তির জন্য আবেদন করতে পারে। সম্প্রতি, গত ১০ই মে এই পরীক্ষার অফিসিয়াল Answer Key প্রকাশ করা হয়। যারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা নিজেদের id ও password দিয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে login করে সহজেই answer key ডাউনলোড করতে পারেন এবং যদি answer key তে প্রকাশ করা answer সম্পর্কে কোনোরকম সন্দেহ থাকে তাহলে সেই উত্তরের বিরুদ্ধে Objection উঠাতে পারবেন ১৩ই মে ২০২৩ পর্যন্ত।
ছাত্রছাত্রীদের থেকে পাওয়া objection যাচাই করার পর, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ২০২৩ এর ফাইনাল answer key বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আপাতত এখন, অফিসিয়াল answer key ডাউনলোড করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
কিভাবে WBJEE 2023 এর ‘Answer Key’ ডাউনলোড করবেন?
- সর্বপ্রথমে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন: wbjeeb.nic.in

- হোম পেজে প্রবেশ করার পর “WBJEE” অপশনে ক্লিক করুন
- এরপর, “Model Answer Key – View & Challenge for WBJEE 2023” অপশনে ক্লিক করুন।
- ক্লিক করার পরে নিচের পেজটি খুলে যাবে, সেখানে আপনার application id এবং password দিয়ে লগইন করলেই আপনি answer key পেয়ে যাবেন

- এরপরে আপনি আপনার ‘Answer Key’ ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন