পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগামী ২৪তারিখ দুপুর ১২:৩০ থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখানো শুরু করবে। যেসব ছাত্রছাত্রীরা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা নিজেদের ফলাফল সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in অথবা wbresults.nic.in ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবেন।
ফলাফল দেখার সময় কোনোরূপ ভুলভ্রান্তি খুঁজে পেলে অবশ্যই নিজের স্কুলে বা উচ্চমাধ্যমিক বোর্ডে লিখিতভাবে জানান। উচ্চমাধ্যমিকের ফলাফল কোথায় কিভাবে দেখা যাবে এবং মেসেজ এর মাধ্যমে কিভাবে দেখতে পারবেন তা জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।
Contents
উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
আগামী ২৪শে মে, দুপুর ১২টায় সংসদের বিদ্যাসাগর ভবনে একটি প্রেস কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হবে। এরপর দুপুর ১২:৩০ থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে, মোবাইল অ্যাপএ এবঙ্গ এসএমএস এর মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
উচ্চমাধ্যমিকের ফলাফলের অরিজিনাল মার্কশীট, পাস সার্টিফিকেট ইত্যাদি ৩১শে মে ২০২৩, সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক/শিক্ষিকা দ্বারা বিতরণ করা হবে।
কিভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখা যাবে?
ফলাফল প্রকাশ হওয়ার পর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা নিচের পদক্ষেপগুলি অনুসরণ করে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন –
- উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন: wbresults.nic.in
- এরপর হোম পেজে গিয়ে ‘Class 12 Result 2023’ এ ক্লিক করুন
- এখন নিজের roll, number এবং date of birth পূরণ করে submit বাটনে ক্লিক করুন
- ফলাফল দেখতে পারলে সেটির ১টি প্রিন্টআউট কপি নিজের কাছে রাখুন
কোন কোন ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট দেখা যাবে?
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও নিচের ওয়েবসাইট গুলিতেও উচ্চমাধ্যমিক ২০২৩ এর ফলাফল দেখা যাবে –
কিভাবে এসএমএস এর মাধ্যমে উচ্চমাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট দেখব?
নিচের পদ্ধতিগুলোতে এসএমএস এর মাধ্যমে উচ্চমাধ্যমিক ২০২৩ এর ফলাফল দেখা যাবে –
- SMS WB12 space to 56070
- SMS WB12 space to 5676750