WB মাধ্যমিকের ফলাফলের দিন ঘোষণা করা হলো, জেনে নিন রেজাল্ট কোথায়, কিভাবে ডাউনলোড করবেন

অবশেষে মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশের তারিখ নির্ধারিত হলো ১৯শে মে ২০২৩। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে গত ১০ই মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং এই তারিখ সম্পর্কে জানানো হয়।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি মৌসুমী ব্যানার্জি গত ১০ই মে একটি Press Note প্রকাশ করেন এবং তাতে আগামী ১৯শে মে মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়।

পর্ষদের ডেপুটি সেক্রেটারি মৌসুমী ব্যানার্জি জানান আগামী ১৯শে মে সকাল ১০টা থেকে অনলাইনে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে এবং ফলাফল ও সংশাপত্রের হার্ড কপি একই দিনে দুপুর ১২টা থেকে প্রত্যেকের নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করা যাবে।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

এছাড়াও ফলাফল দেখার সময় যাতে ছাত্রছাত্রীরা ফলাফল দেখার ওয়েবসাইট সম্পর্কে বিভ্রান্ত না হয় তার জন্য যেসব ওয়েবসাইটে এই ফলাফল দেখা যাবে তাদের নাম ও লিঙ্ক ও প্রকাশ করা হয় এই Press Note এ।

কোন কোন ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে?

ক্রমিক নংওয়েবসাইটের নাম ও লিঙ্ক
1www.wbbse.wb.gov.in
2http://wbresults.nic.in
3www.exametc.com
4http://bengali.abplive.com
5www.anandabazar.com
6www.sangbadpratidin.in
7https://bengali.news18.com
8Bangla.hindustantimes.com
9www.indiaresults.com
10https://www.results.shiksha/
11www.schools9.com
12www.jagranjosh.com
13www.vidyavision.com
14www.fastresult.in
15http://www.indiatoday.in/education-today/results/

কোন কোন অ্যাপএ মাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট দেখা যাবে?

উপরের ওয়েবসাইট গুলো ছাড়াও নিচের অ্যাপ গুলি ব্যবহার করে মাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট দেখতে পারবেন – 

  • গুগল প্লে স্টোর থেকে ‘Exametc.com’ অ্যাপ ডাউনলোড করে রেজাল্ট দেখতে পারবেন 
  • ‘Madhyamik Results 2023’ অথবা results.shiksha ওয়েবসাইটে
  • ‘Madhyamik Result’ অ্যাপ বা iresults.net/wbbse-app/ ওয়েবসাইটে
  • এছাড়াও ‘FastResult’ এপ্লিকেশন ডাউনলোড করেও মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন
Related Article  স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২০২৩ - উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকার লোন
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment