ট্রেনে সহযাত্রীর ছবি এঁকে ইন্সটাগ্রামে শেয়ার করেন শিল্পী, মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও

ট্রেনে যাত্রা করার সময় সহযাত্রীর ঘুমন্ত ছবি এঁকে সেই ছবি আঁকার ভিডিও শেয়ার করেন নিজের ইন্সটাগ্রামে আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। দেখুন সেই ভিডিও

ট্রেনে একজন প্রবীণ সহ-যাত্রীর লাইভ ছবি এঁকে একজন শিল্পী তাঁর নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেন আর সেই হৃদয়গ্রাহী ভিডিও সামাজিক মিডিয়াতে ঝড় সৃষ্টি করেছে।ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ ব্যক্তি ট্রেনের জানালার ধারের সিটে বসে ঘুমাচ্ছেন এবং  তা দেখে শিল্পী নিজের পেন্সিল ও পেপার বের করে মুহূর্তেই বানিয়ে ফেলেন সেই প্রবীণ ব্যক্তির প্রতিকৃতি। 

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন —টেলিগ্রাম লিঙ্ক

শিল্পীর ইনস্টাগ্রাম বায়ো অনুসারে, তার নাম বিষ্ণু দিনসান, একজন স্বশিক্ষিত শিল্পী এবং কেরালার অধিবাসী। ভিডিওটিতে দেখা যায় আকাশ-নীল শার্ট এবং কালো ট্রাউজার পরা এক বৃদ্ধ ব্যক্তি ট্রেনের নীচের বার্থের উপরে বিশ্রাম নিচ্ছেন। 

সহযাত্রীর প্রতিকৃতি আঁকার সেই ভাইরাল মুহূর্ত:

এর মিনিট পরে,দেখা যায় শিল্পী তার স্কেচ বইটি  বের করেন এবং দেখায় যেখানে তিনি তার প্রতিকৃতি আঁকছেন। স্কেচ আঁকতে তিনি রঙিন বল কলম ব্যবহার করেন। প্রতিকৃতিটি শেষ হয়ে গেলে, তিনি এটি প্রবীণ সহ-যাত্রীর কাছে উপস্থাপন করেন এবং তার মুখের হাসিটি দেখার মতো ছিলো।

Related Article  কয়েকদিন ধরে হোয়াটসআপে অচেনা নম্বরে কল আসছে? সাবধান, ঘটতে পারে বিপদ!

আর এই ভিডিও ইন্সটাগ্রামে শেয়ার করার পরের মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এপর্যন্ত ভিডিওটি ৭৮ লাখের বেশি মানুষ দেখেছেন এবং সেটাতে ১১ লাখেরও বেশি লাইক দেখা গেছে।

শিল্পীর নিজের ভাষায়, “I was on a train at night, the carriage was mostly empty, but I noticed a person traveling alone below me. As an artist, I couldn’t resist the urge to sketch them. With each stroke of the pen, I tried to capture the mystery and allure of this person. When I showed them the finished sketch, the smile on their face made me feel like for a brief moment, I looked up to find them staring back at me, a slight smile on their face. The sketch in my hand was a reminder of that fleeting connection, and I knew I would never forget it”

অর্থাৎ, তিনি ট্রেনার আপার বার্থে যাত্রা করার সময় দেখেন নিচে একজন প্রবীণ ভদ্রলোক জানালার ধারে বসে আছেন, তা দেখে সেই লোকের প্রতিকৃতি আঁকার লোভ সামলাতে না পেরে তিনি নিজের পেন্সিল এবং পেপার বার করে ছবি আঁকা শুরু করে দেন। এরপরে যখন তিনি সেই ছবি শেষ করে সহযাত্রীদের দেখান, তা দেখে তাদের মুখের হাসি ছিলো মুগ্ধ করার মতো। শিল্পীর কথায়, এই অমূল্য মুহূর্ত তিনি জীবনে ভুলবেন না।

Related Article  বন্ধুর অপেক্ষা করেও শেষ দেখা আর হলো না, মারা গেলো সেই ভাইরাল সারস!
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment