ইউজিসি নেট জুন ২০২৩ এর ফর্ম ফিলাপ শুরু, অনলাইনে আবেদন করুন

ন্যাশনাল টেস্টিং এজেন্সী (NTA), জুন ২০২৩ এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET এর ফর্ম ফিলাপের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সাধারণত ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’, ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ এই সমস্ত পদের জন্য প্রত্যেক বছর নেট পরীক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

আগ্রহী প্রার্থীরা এই পরীক্ষার ফর্ম ফিলাপের শুরু ও শেষ তারিখ সহ অন্যান্য বিষয়ে জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ফী:

  • সাধারণ/অসংরক্ষিত প্রার্থীদের জন্য: ১১৫০/-
  • ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য: ৬০০/-
  • এসসি/এসএটি/পিডব্লীউডি/তৃতীয় লিঙ্গ: ৩২৫/-

প্রসঙ্গত উল্লেখ্য, অনলাইন আবেদনের পর আবেদন ফী প্রদান করার জন্য পরীক্ষার্থীরা নেট ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

নেট এর জন্য আবেদনের আগে নিচে থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জেনে নিন – 

  • অনলাইন আবেদন শুরু এবং ফী জমা দেওয়ার তারিখ: ১০-০৫-২০২৩
  • আবেদন শেষের তারিখ: ৩১-০৫-২০২৩, বিকেল ৫টা পর্যন্ত
  • ফী জমা দেওয়ার শেষ তারিখ: ০১-০৬-২০২৩, রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত
  • অনলাইন পরীক্ষার দিন: ১৩-০৬-২০২৩ থেকে ২২-০৬-২০২৩
  • আবেদনপত্র সংশোধনের শুরু ও শেষ তারিখ: ০২-০৬-২০২৩ থেকে ০৩-০৬-২০২৩, রাত ১১টা ৫০মিনিট পর্যন্ত 
  • পরীক্ষার জন্য নির্ধারিত সময়: ৩ঘণ্টা (পেপার ১ এবং পেপার ২ এর মাঝে কোন ব্রেক দেওয়া হবে না)
  • পরীক্ষার সময়:
    প্রথম শিফট: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
    দ্বিতীয় শিফট: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
  • ফলাফল ঘোষণার তারিখ: পরে জানানো হবে
Related Article  IDBI Bank Recruitment 2023: ১০৩৬টি শূন্যপদে এক্সেকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বয়সের সময়সীমা:

  • জুনিয়র রিসার্চ ফেলো(JRF): ৩০বছরের বেশি হওয়া চলবে না (পরীক্ষা শুরু হওয়া মাসের প্রথম দিন থেকে)
  • অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ইউজিসি নেট এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই।

NET এ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

ইউজিসি নেট এ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ইউজিসি (University Grants Commission) স্বীকৃত যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।

গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment