ন্যাশনাল টেস্টিং এজেন্সী (NTA), জুন ২০২৩ এর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা NET এর ফর্ম ফিলাপের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। সাধারণত ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’, ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ এই সমস্ত পদের জন্য প্রত্যেক বছর নেট পরীক্ষার ব্যবস্থা করা হয়ে থাকে।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
আগ্রহী প্রার্থীরা এই পরীক্ষার ফর্ম ফিলাপের শুরু ও শেষ তারিখ সহ অন্যান্য বিষয়ে জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।
Contents
আবেদনের জন্য প্রয়োজনীয় ফী:
- সাধারণ/অসংরক্ষিত প্রার্থীদের জন্য: ১১৫০/-
- ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য: ৬০০/-
- এসসি/এসএটি/পিডব্লীউডি/তৃতীয় লিঙ্গ: ৩২৫/-
প্রসঙ্গত উল্লেখ্য, অনলাইন আবেদনের পর আবেদন ফী প্রদান করার জন্য পরীক্ষার্থীরা নেট ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
নেট এর জন্য আবেদনের আগে নিচে থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে জেনে নিন –
- অনলাইন আবেদন শুরু এবং ফী জমা দেওয়ার তারিখ: ১০-০৫-২০২৩
- আবেদন শেষের তারিখ: ৩১-০৫-২০২৩, বিকেল ৫টা পর্যন্ত
- ফী জমা দেওয়ার শেষ তারিখ: ০১-০৬-২০২৩, রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত
- অনলাইন পরীক্ষার দিন: ১৩-০৬-২০২৩ থেকে ২২-০৬-২০২৩
- আবেদনপত্র সংশোধনের শুরু ও শেষ তারিখ: ০২-০৬-২০২৩ থেকে ০৩-০৬-২০২৩, রাত ১১টা ৫০মিনিট পর্যন্ত
- পরীক্ষার জন্য নির্ধারিত সময়: ৩ঘণ্টা (পেপার ১ এবং পেপার ২ এর মাঝে কোন ব্রেক দেওয়া হবে না)
- পরীক্ষার সময়:
প্রথম শিফট: সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
দ্বিতীয় শিফট: দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত - ফলাফল ঘোষণার তারিখ: পরে জানানো হবে
বয়সের সময়সীমা:
- জুনিয়র রিসার্চ ফেলো(JRF): ৩০বছরের বেশি হওয়া চলবে না (পরীক্ষা শুরু হওয়া মাসের প্রথম দিন থেকে)
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ইউজিসি নেট এর মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই।
NET এ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
ইউজিসি নেট এ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ইউজিসি (University Grants Commission) স্বীকৃত যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- অনলাইনে আবেদনের ওয়েবসাইট: এখানে ক্লিক করুন
- অফিসিয়াল ওয়েবসাইট: এখানে ক্লিক করুন
- অফিসিয়াল নোটিফিকেশন: ডাউনলোড করুন