Tata Capital Pankh Scholarship 2023: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করার জন্য Tata Capital Pankh Scholarship এর সূচনা করা হয়। এই স্কলারশিপে সাধারণ বিভাগের স্নাতক বিষয়ে পাঠরত ছাত্রছাত্রীদের ৫০ হাজার টাকার স্কলারশিপ দেওয়া হয়।
এই স্কলারশিপটি সাধারণত ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি ও স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। কিন্তু আজ আমরা স্নাতক স্তরের স্কলারশিপের জন্য বিস্তারিত জানবো। বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারী পড়ুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
Contents
Tata Capital Pankh Scholarship এর উদ্যেশ্য:
Tata Capital Limited হলো Tata Group এর একটি ফিনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি। এই স্কলারশিপের উদ্যেশ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে তাদের উচ্চশিক্ষা সম্পূর্ণ করায় সাহায্য করা।
স্কলারশিপের Eligibility Criteria:
- আবেদনকারীকে নিচের যেকোনো একটি Undergraduate কোর্স ভর্তি হতে হবে – B.Com, B.Sc, BBA, BA, Diploma, Polytechnic ইত্যাদি
- সর্বশেষ পরীক্ষায় নূন্যতম ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে
- পারিবারিক বাৎসরিক পারিবারিক আয় ৪ লাখ টাকার বেশি হওয়া যাবে না
- Tata Capital ও Buddy4Study এর কর্মীদের ছেলেমেয়ে এই স্কলারশিপে আবেদনের যোগ্য নয়
- শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে

প্রয়োজনীয় তথ্য:
- পরিচয়ের প্রমাণপত্র (আধার কার্ড)
- পাসপোর্ট সাইজের ফটো
- আয়ের সংশাপত্র
- কলেজে ভর্তির প্রমাণ (এডমিশন রিসিভ, কলেজ আইডি কার্ড, বোনাফাইড সার্টিফিকেট)
- বর্তমান বছরের ভর্তির ফী রিসিপ্ট
- ব্যাংকের পাস বই এর কপি
- মার্কশীটের কপি
- প্রতিবন্ধী প্রমাণপত্র (কপি)
স্কলারশিপের পরিমাণ:
Tata Capital Pankh Scholarship এ স্কলারশিপের পরিমাণ সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত
আবেদনের শেষ তারিখ:
৩১শে আগস্ট ২০২৩
আবেদন পদ্ধতি:
Tata Capital Pankh Scholarship 2023 -এ আবেদনের জন্য নিচের লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন – লিঙ্ক