ছোটবেলায় যখন পড়াশুনার নেশা লেগে যায় তখন অনেকেই অনেক স্বপ্ন দেখে, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার, কেউবা পুলিশ হতে চায়। কিন্তু আর্থিক অনটনের কারণে অনেকেরই সেই স্বপ্ন মাঝপথেই থমকে যায়। এই আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম – এর সূচনা করেন ২০২১ সালে।
আজ আমরা এই স্কিম সম্পর্কিত সমস্ত তথ্য সহজভাবে আপনাদের সামনে পেশ করবো। এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স, তথ্য ইত্যাদি সম্পর্কে জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
Contents
স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম ২০২৩ এর সম্পূর্ণ বিবরণ:
২৪জুন ২০২১ সালে একটি ক্যাবিনেট মিটিং এর মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম এর কথা ঘোষণা করেন। এই স্কিমে দশম শ্রেনী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য লোনের আবেদন করতে পারবেন এবং এই লোনের পরিমাণ হবে প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মাধ্যমে প্রাপ্ত লোনে সুদের পরিমাণ খুবই অল্প এবং শিক্ষার্থীরা চাকরি পাওয়ার ১৫বছরের মধ্যে এই লোন পরিশোধ করতে পারবেন। এই স্কিমের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ইত্যাদি বিষয়ে দেশের মধ্যে বা দেশের বাইরে পড়াশুনার জন্য লোনের আবেদন করা যাবে।
স্কিমের নাম | স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম ২০২৩ |
স্কিম শুরু করেছেন | পশ্চিমবঙ্গ সরকার |
সুবিধা পাবেন | পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা |
স্কিমের উদ্যেশ্য | উচ্চশিক্ষার জন্য লোন প্রদান |
অফিসিয়াল ওয়েবসাইট | https://wbscc.wb.gov.in/ |
লোনের পরিমাণ | ১০ লাখ টাকা পর্যন্ত |
পরিশোধের সময়সীমা | চাকরি পাওয়ার ১৫ বছরের মধ্যে |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
আবেদনের ধরন | অনলাইন/অফলাইন |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২০২৩ এর সুবিধাবলী:
- দশম শ্রেণি ও তার উর্দ্ধে পাঠরত স্টাডেন্টরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবে
- শিক্ষার্থীদেরকে একটি ক্রেডিট কার্ড দেওয়া হবে, এটি ব্যবহার করে লোন নেওয়া যাবে
- প্রাপ্ত অর্থে সুদের পরিমাণ খুবই অল্প এবং সরল সুদের হারে লোন দেওয়া হবে
- সর্বোচ্চ ৪০বছর বয়স পর্যন্ত এই স্কিমের জন্য আবেদন করা যাবে
- চাকরি পাওয়ার ১৫বছর পর্যন্ত প্রাপ্ত লোনের অর্থ পরিশোধ করা যাবে
- স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল ক্যান্ডিডেটরাও দেশের মধ্যে বা দেশের বাইরে পড়াশুনার জন্য এই ক্রেডিট কার্ড এর আবেদন করতে পারবে
আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার জন্য নিচের যোগ্যতা গুলো থাকতে হবে –
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
- আবেদনকারীকে নূন্যতম ১০বছর পশ্চিমবঙ্গে থাকতে হবে
- আবেদন করার জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ এর বেশি হওয়া চলবে না
স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদনের প্রয়োজনীয় তথ্য:
আবেদনের সময় নিচের প্রয়োজনীয় তথ্যগুলি নিজের হাতের কাছে রাখুন –
- আধার কার্ড
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- বয়সের প্রুফ
- রেশন কার্ড
- পারিবারিক আয়ের সংশাপত্র
- ব্যাংকের একাউন্টের বিবরণ
- মোবাইল নাম্বার
- পাসপোর্ট সাইজের ফটো
কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন?
- সর্বপ্রথমে, Westbengal Student Credit Card এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন
- এরপর হোম পেজে গিয়ে Student Registration অপশনে ক্লিক করুন
- নতুন অনলাইন ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন
- সব শেষে Register বাটনে ক্লিক করুন
- এরপরই Unique ID তৈরি হয়ে যাবে এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে
- এই Unique ID টিকেই ভবিষ্যতে লগইন করার সময় User ID হিসেবে ব্যবহার করতে পারবেন
- রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে User ID দিয়ে লগইন করুন
- লগইন করার পরে একটি ড্যাশবোর্ড আপনার সামনে খুলে যাবে
- তারপর আপনাকে Application Detail এ ক্লিক করতে হবে
- এরপর Edit Loan Detail এ ক্লিক করুন
- একটি নতুন ফর্ম আপনার সামনে উন্মুক্ত হবে
- নতুন ফর্মে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করে Submit Application অপশনে ক্লিক করলে একটি ডায়লগ বক্স খুলে যাবে সেখানে আপনাকে Yes নির্বাচন করে ফর্ম সাবমিট করতে হবে।
- এইভাবে আপনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।