এপ্রেন্টিস এক্ট ১৯৬১ অনুসারে দক্ষিণপূর্ব সেন্ট্রাল রেলওয়ে ৫৪৮টি পোস্টে ট্রেড এপ্রেন্টিস পদে বিলাসপুর ডিভিশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যারা যারা আবেদন করার জন্য মনস্থির করেছেন, তারা অবশ্যই পুরো পোস্টে নির্দিষ্ট বয়স সীমা, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জেনে নিন।
নির্বাচিত আবেদনকারীর ১বছরের এপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন ছত্তিশগড় সরকারের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হবে।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
Contents
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
এই পদের জন্য নিচের যোগ্যতা গুলো থাকা আবশ্যিক –
- ১০+২ সিস্টেমের অন্তর্গত অবশ্যই ১০ম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
- প্রয়োজনীয় ট্রেড থেকে অবশ্যই ITI পাস করতে হবে।
- মাধ্যমিক ও ITI এ নূন্যতম ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।
বিস্তারিত জানার জন্য নিচের অফিসিয়াল নোটিফিকেশন পড়তে পারেন।
বয়সের সময়সীমা:
ট্রেড এপ্রেন্টিস পদে আবেদনের জন্য নূন্যতম বয়সসীমা নিচে দেওয়া হলো –
- নূন্যতম বয়স: ১৫ বছর
- সর্বোচ্চ বয়স: ২৪ বছরের বেশি হওয়া চলবে না
- SC/ST ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ৫ বছরের ছাড় পাবেন
- OBC ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ৩ বছরের ছাড় পাবেন
- PwD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হবে
শূন্যপদের বিবরণ:
নিচের টেবিলে প্রত্যেকটি শূন্যপদ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হলো –
ট্রেড এপ্রেন্টিস | ||
ক্রমিক সংখ্যা | ট্রেডের নাম | শূন্যপদ |
১ | কার্পেন্টার | ২৫ |
২ | কোপা | ১০০ |
৩ | ড্রাফটসম্যান (সিভিল) | ০৬ |
৪ | ইলেক্ট্রিসিয়ান | ১০৫ |
৫ | ইলেকট্রনিক | ০৬ |
৬ | ফিটার | ১৩৫ |
৭ | মেশিনিস্ট | ০৫ |
৮ | পেইন্টার | ২৫ |
৯ | প্লাম্বার | ২৫ |
১০ | মেকানিক | ০ |
১১ | শিট মেটাল ওয়ার্ক | ০৪ |
১২ | স্টেনো (ইংলিশ) | ২৫ |
১৩ | স্টেনো (হিন্দি) | ২০ |
১৪ | টার্নার | ০৮ |
১৫ | ওয়েল্ডার | ৪০ |
১৬ | ওয়ারম্যান | ১৫ |
১৭ | গ্যাস কাটার | ০ |
১৮ | ডিজিটাল ফটোগ্রাফার | ০৪ |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদন শুরুর তারিখ: ০৩-০৫-২০২৩
- আবেদন শেষের তারিখ: ০৩-০৬-২০২৩ এর রাত ১১:৫৯ পর্যন্ত
গুরত্বপূর্ণ লিংকসমূহ:
- অনলাইন আবেদন করুন: এখানে ক্লিক করুন
- নোটিফিকেশন ডাউনলোড করুন: ডাউনলোড করুন
- অফিসিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন