দক্ষিণপূর্ব সেন্ট্রাল রেলওয়েতে ৫৪৮টি পদে ট্রেড এপ্রেন্টিস নিয়োগ, কিভাবে আবেদন করবেন জেনে নিন

এপ্রেন্টিস এক্ট ১৯৬১ অনুসারে দক্ষিণপূর্ব সেন্ট্রাল রেলওয়ে ৫৪৮টি পোস্টে ট্রেড এপ্রেন্টিস পদে বিলাসপুর ডিভিশনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। যারা যারা আবেদন করার জন্য মনস্থির করেছেন, তারা অবশ্যই পুরো পোস্টে নির্দিষ্ট বয়স সীমা, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে জেনে নিন।

নির্বাচিত আবেদনকারীর ১বছরের এপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন ছত্তিশগড় সরকারের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট স্টাইপেন্ড দেওয়া হবে।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:

এই পদের জন্য নিচের যোগ্যতা গুলো থাকা আবশ্যিক – 

  • ১০+২ সিস্টেমের অন্তর্গত অবশ্যই ১০ম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
  • প্রয়োজনীয় ট্রেড থেকে অবশ্যই ITI পাস করতে হবে।
  • মাধ্যমিক ও ITI এ নূন্যতম ৫০ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে।

বিস্তারিত জানার জন্য নিচের অফিসিয়াল নোটিফিকেশন পড়তে পারেন।

বয়সের সময়সীমা:

ট্রেড এপ্রেন্টিস পদে আবেদনের জন্য নূন্যতম বয়সসীমা নিচে দেওয়া হলো – 

  • নূন্যতম বয়স: ১৫ বছর 
  • সর্বোচ্চ বয়স: ২৪ বছরের বেশি হওয়া চলবে না
  • SC/ST ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ৫ বছরের ছাড় পাবেন 
  • OBC ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ৩ বছরের ছাড় পাবেন
  • PwD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হবে
Related Article  WBP Recruitment 2023: কলকাতা পুলিশের ২২৬৬টি পদে আবেদনের তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয়ে জেনে নিন

শূন্যপদের বিবরণ:

নিচের টেবিলে প্রত্যেকটি শূন্যপদ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হলো – 

ট্রেড এপ্রেন্টিস
ক্রমিক সংখ্যাট্রেডের নামশূন্যপদ
কার্পেন্টার২৫
কোপা১০০
ড্রাফটসম্যান (সিভিল)০৬
ইলেক্ট্রিসিয়ান ১০৫
ইলেকট্রনিক০৬
ফিটার ১৩৫
মেশিনিস্ট ০৫
পেইন্টার ২৫
প্লাম্বার ২৫
১০মেকানিক
১১শিট মেটাল ওয়ার্ক ০৪
১২স্টেনো (ইংলিশ)২৫
১৩স্টেনো (হিন্দি)২০
১৪টার্নার ০৮
১৫ওয়েল্ডার৪০
১৬ওয়ারম্যান ১৫
১৭গ্যাস কাটার
১৮ডিজিটাল ফটোগ্রাফার০৪

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • আবেদন শুরুর তারিখ: ০৩-০৫-২০২৩
  • আবেদন শেষের তারিখ: ০৩-০৬-২০২৩ এর রাত ১১:৫৯ পর্যন্ত

গুরত্বপূর্ণ লিংকসমূহ:

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment