১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ছাত্রীদের জন্য এককালীন ২৫,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে রোলস্ রোয়েস ইন্ডিয়া

রোলস রোয়েস ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এবং সাধারণ বিষয় নিয়ে পাঠরত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য নিয়ে এসেছে Rolls-Royce Unnati STEM Scholarship Program 2023-24. এই স্কলারশিপ সাধারণত মেয়েদের আর্থিক সহায়তা করার মাধ্যমে উচ্চশিক্ষায় সাহায্য করার জন্যই দেওয়া হয়ে থাকে।

রোলস-রোয়েস ইন্ডিয়া তার Corporate Social Responsibility -র অংশ হিসেবে এই স্কলারশিপ দিয়ে থাকে। যারা যারা STEM (Science, Technology, Engineering এবং Mathematics) বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা:

এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা আবশ্যক –

  • বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত বিষয়ে পাঠরত যেকোন বর্ষের ছাত্রী হতে হবে।
  • পূর্ব সেমিস্টারে নূন্যতম ৫৫ শতাংশ নাম্বার তুলতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ৪ লাখের বেশী হওয়া চলবে না।
  • ভারতের যেকোন প্রান্তের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

স্কলারশিপের সুবিধা:

নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২৫০০০ টাকার স্কলারশিপ পাবেন।

Related Article  স্টেট ব্যাংক ফাউন্ডেশনের আশা স্কলারশিপে আবেদন করুণ এবং সর্বোচ্চ ২লাখ টাকার বৃত্তির সুবিধা পান

প্রয়োজনীয় তথ্য:

আবেদন করার সময় নিম্নলিখিত তথ্যগুলি প্রয়োজন হবে – 

  • পাসপোর্ট সাইজের ফটো
  • আধার কার্ড
  • পারিবারিক আয়ের প্রমাণ (Income Certificate, Salary Slip, Form 16, ITR, ইত্যাদি)
  • সর্বশেষ পরীক্ষার মার্কশীট
  • নিজের বা বাবা/মায়ের ব্যাঙ্কের পাশবই এর কপি

কীভাবে আবেদন করবেন?

  1. প্রথমে, নীচের লিংকে ক্লিক করুন – 
    https://www.buddy4study.com/page/rolls-royce-unnati-stem-scholarship-program?ref=HomePageBanner
  1. এরপর, “Apply Now” বাটনে ক্লিক করে নিজের ইমেইল, মোবাইল নাম্বার বা গুগল একাউন্ট দিয়ে লগইন করুন
  2. তারপর, প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং “Submit” করুন।
  3. সর্বশেষে, ফলাফলের জন্য অপেক্ষা করুন।

আবেদনের শেষ তারিখ:

১৫ই মে, ২০২৩

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment