রোলস রোয়েস ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এবং সাধারণ বিষয় নিয়ে পাঠরত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রীদের জন্য নিয়ে এসেছে Rolls-Royce Unnati STEM Scholarship Program 2023-24. এই স্কলারশিপ সাধারণত মেয়েদের আর্থিক সহায়তা করার মাধ্যমে উচ্চশিক্ষায় সাহায্য করার জন্যই দেওয়া হয়ে থাকে।
রোলস-রোয়েস ইন্ডিয়া তার Corporate Social Responsibility -র অংশ হিসেবে এই স্কলারশিপ দিয়ে থাকে। যারা যারা STEM (Science, Technology, Engineering এবং Mathematics) বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
Contents
আবেদনকারীর প্রয়োজনীয় যোগ্যতা:
এই স্কলারশিপে আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা আবশ্যক –
- বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত বিষয়ে পাঠরত যেকোন বর্ষের ছাত্রী হতে হবে।
- পূর্ব সেমিস্টারে নূন্যতম ৫৫ শতাংশ নাম্বার তুলতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ৪ লাখের বেশী হওয়া চলবে না।
- ভারতের যেকোন প্রান্তের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্কলারশিপের সুবিধা:
নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ২৫০০০ টাকার স্কলারশিপ পাবেন।
প্রয়োজনীয় তথ্য:
আবেদন করার সময় নিম্নলিখিত তথ্যগুলি প্রয়োজন হবে –
- পাসপোর্ট সাইজের ফটো
- আধার কার্ড
- পারিবারিক আয়ের প্রমাণ (Income Certificate, Salary Slip, Form 16, ITR, ইত্যাদি)
- সর্বশেষ পরীক্ষার মার্কশীট
- নিজের বা বাবা/মায়ের ব্যাঙ্কের পাশবই এর কপি
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে, নীচের লিংকে ক্লিক করুন –
https://www.buddy4study.com/page/rolls-royce-unnati-stem-scholarship-program?ref=HomePageBanner
- এরপর, “Apply Now” বাটনে ক্লিক করে নিজের ইমেইল, মোবাইল নাম্বার বা গুগল একাউন্ট দিয়ে লগইন করুন
- তারপর, প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং “Submit” করুন।
- সর্বশেষে, ফলাফলের জন্য অপেক্ষা করুন।
আবেদনের শেষ তারিখ:
১৫ই মে, ২০২৩