প্রতি বছর মহিলাদের টেকনোলজি ও ডাটা সাইন্সে আগ্রহ বাড়ানোর জন্য Praxis Women in Tech Scholarship 2023 এর আয়োজন করা হয়ে থাকে।এই স্কলারশিপটি সেইসমস্ত মহিলা ছাত্রীদেরকে দেওয়া হবে যারাAICTE স্বীকৃত উন্নতমানের Praxis Business School থেকে ২ বছরের Post Graduate Diploma in Management (পিজিডিএম) নিয়ে পড়াশুনা করছে।
এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো টেকনোলজি সম্পর্কিত বিভাগে যোগদান বাড়ানোর জন্য মহিলাদের সহযোগিতা করা।
Praxis WiT Scholarship 2023 -এ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, সুবিধাসহ ইত্যাদি সম্পর্কে জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
Contents
Praxis WiT Scholarship – এর বিবরণ:
প্রতিষ্ঠানের নাম | Praxis Business School |
স্কলারশিপের নাম | Praxis Women in Tech Scholarship 2023 |
কারা আবেদন করতে পারবে? | শুধুমাত্র ছাত্রীরা |
স্কলারশিপের পরিমাণ | সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত |
আবেদনের মাধ্যম | অনলাইন |
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ | খুব শীঘ্রই জানানো হবে |
যোগ্যতা নির্ণায়ক:
যেসব মহিলা শিক্ষার্থীরা Praxis Business School থেকে নিচের বিষয় গুলি নিয়ে Post Graduate Diploma কোর্সে পড়াশুনা করছে তারা এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য –
- PG Diploma in Management
- PG program in Data Engineering
- PG in Data Science
এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য:
Praxis WiT Scholarship – এ আবেদন করার জন্য নিচের তথ্যগুলো সঙ্গে রাখুন –
- পাসপোর্ট সাইজের ফটো
- ঠিকানার প্রমাণপত্র
- সাম্প্রতিক রিজিউম
- দশম শ্রেণির মার্কশীট
- দ্বাদশ শ্রেণির মার্কশিট
- স্নাতক পাস করার মার্কশীট ও সার্টিফিকেট
- বোনাফাইড সার্টিফিকেট
- Praxis Admission Test এর মার্কশীট
- Student ID কার্ড
আবেদন পদ্ধতি:
- প্রথমে, “Apply Now” বাটনে ক্লিক করে রেজিস্টার করুন
- এরপর, আপনার Email এ OTP পাঠানো হলে OTP Verify করুন
- ইমেল ভেরিফাই করুন
- আবেদনপত্র পূরণ করুন
- অবেদন ফী প্রদান করুন
- আবেদন Submit করুন