Praxis Women in Tech Scholarship 2023: স্নাতকোত্তরের পড়াশুনার জন্য ১লাখ টাকার স্কলারশিপ

প্রতি বছর মহিলাদের টেকনোলজি ও ডাটা সাইন্সে আগ্রহ বাড়ানোর জন্য Praxis Women in Tech Scholarship 2023 এর আয়োজন করা হয়ে থাকে।এই স্কলারশিপটি সেইসমস্ত মহিলা ছাত্রীদেরকে দেওয়া হবে যারাAICTE স্বীকৃত উন্নতমানের Praxis Business School থেকে ২ বছরের Post Graduate Diploma in Management (পিজিডিএম) নিয়ে পড়াশুনা করছে।

এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হলো টেকনোলজি সম্পর্কিত বিভাগে যোগদান বাড়ানোর জন্য মহিলাদের সহযোগিতা করা।

Praxis WiT Scholarship 2023 -এ আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, সুবিধাসহ ইত্যাদি সম্পর্কে জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

Praxis WiT Scholarship – এর বিবরণ:

প্রতিষ্ঠানের নামPraxis Business School 
স্কলারশিপের নাম Praxis Women in Tech Scholarship 2023
কারা আবেদন করতে পারবে?শুধুমাত্র ছাত্রীরা
স্কলারশিপের পরিমাণ সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত 
আবেদনের মাধ্যম অনলাইন 
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ খুব শীঘ্রই জানানো হবে

যোগ্যতা নির্ণায়ক:

যেসব মহিলা শিক্ষার্থীরা Praxis Business School থেকে নিচের বিষয় গুলি নিয়ে Post Graduate Diploma কোর্সে পড়াশুনা করছে তারা এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য – 

  • PG Diploma in Management
  • PG program in Data Engineering
  • PG in Data Science
Related Article  স্টেট ব্যাংক ফাউন্ডেশনের আশা স্কলারশিপে আবেদন করুণ এবং সর্বোচ্চ ২লাখ টাকার বৃত্তির সুবিধা পান

এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।

স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য:

Praxis WiT Scholarship – এ আবেদন করার জন্য নিচের তথ্যগুলো সঙ্গে রাখুন – 

  • পাসপোর্ট সাইজের ফটো 
  • ঠিকানার প্রমাণপত্র 
  • সাম্প্রতিক রিজিউম
  • দশম শ্রেণির মার্কশীট 
  • দ্বাদশ শ্রেণির মার্কশিট 
  • স্নাতক পাস করার মার্কশীট ও সার্টিফিকেট 
  • বোনাফাইড সার্টিফিকেট 
  • Praxis Admission Test এর মার্কশীট 
  • Student ID কার্ড

আবেদন পদ্ধতি:

  1. প্রথমে, “Apply Now” বাটনে ক্লিক করে রেজিস্টার করুন 
  2. এরপর, আপনার Email এ OTP পাঠানো হলে OTP Verify করুন
  3. ইমেল ভেরিফাই করুন
  4. আবেদনপত্র পূরণ করুন 
  5. অবেদন ফী প্রদান করুন 
  6. আবেদন Submit করুন
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment