PM Kisan 2023 – ১৪তম ইনস্টলমেন্টের স্ট্যাটাস, রিলিজের তারিখ, লিস্ট সম্পর্কে বিস্তারিত তথ্য

PM Kisan 2023 14th Installment: পিএম কিষাণ স্কিম ২০২৩ এর ১৪তম ইনস্টলমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য পুরো পোস্টটি পড়ুন। ইতিমধ্যেই পিএম কিষাণের ১৩তম ইনস্টলমেন্ট রিলিজ হয়ে গেছে এবং পরের ইনস্টলমেন্টের তারিখও প্রকাশ করা হয়ে গেছে।

সূত্রানুসারে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৪তম ইনস্টলমেন্ট আগামী জুলাই মাস থেকেই রিলিজ হওয়া শুরু হয়ে যাবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প ২০২৩:

গত ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে PM Kisan Samman Nidhi প্রকল্প শুরু করেন। এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত কৃষকরা বার্ষিক ৬০০০টাকা করে আর্থিক অনুদান পান এবং এই টাকা ৩টি ইনস্টলমেন্টে প্রদান করা করা হয়ে থাকে এবং প্রতি ইনস্টলমেন্টে ২০০০টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের প্রথম ইনস্টলমেন্ট ২০১৯ সালের মার্চ মাসে দেওয়া হয়, একইভাবে দ্বিতীয় ও তৃতীয় ইনস্টলমেন্ট যথাক্রমে জুলাই ও নভেম্বর মাসে দেওয়া হয়।

Related Article  আবেদন করুন অটল পেনশন যোজনায় এবং বয়স ৬০ পূরণ হওয়ার পর প্রতিবছর সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত পান

এই বছরের ১৪তম ইনস্টলমেন্ট জুলাই মাসের শেষের দিকে প্রত্যেকটি যোগ্য কৃষককে তাদের ব্যাংক একাউন্টে সরাসরি প্রদান করা হবে। আর এই ইনস্টলমেন্টে অনুদান প্রদান করলেই কিষাণ সম্মান নিধিতে দান করা অর্থের পরিমাণ ১লাখ কোটি পার হয়ে যাবে।

PM Kisan Status 2023 (পিএম কিষাণ ২০২৩ এর স্ট্যাটাস):

পিএম কিষাণের ১৪তম ইনস্টলমেন্টের টাকা যোগ্য কৃষকদের জন্য DBT এবং Pahal এর মতো ডিজিটাল চ্যানেল গুলোর মাধ্যমে রিলিজ করে দেওয়া হবে। এর সাথে সাথে সরকার এটাও নিশ্চিত করবে যে ইনস্টলমেন্টের স্ট্যাটাস যেন দ্রুত PM KISAN পোর্টালে আপডেট করা হয়। এছাড়াও যাতে প্রত্যেক যোগ্য কৃষকদের এই প্রকল্পের আওতায় আনা যায় এবং তাদের প্রত্যেক ইনস্টলমেন্টের টাকা যাতে সময়মত পেমেন্ট করা হয় সেদিকেও নজর রাখছে সরকার।

এই স্কীমের মাধ্যমে ৮কোটির বেশি ছোট ও মাঝারি শ্রমিক আর্থিক অনুদান পাবে। পিএম কিষাণের ১৮তম স্কিম কিছুটা হলেও অনেক কৃষককে আর্থিকভাবে সাবলম্বী হওয়ার জন্য সাহায্য করবে।

PM Kisan 2023 – রেজেক্টেড লিস্ট ২০২৩:

এই স্কিমের রেজেক্টেড লিস্টে সেই সমস্ত কৃষকের নাম আছে যাদেরকে ১৪তম ইনস্টলমেন্টে রিজেক্ট করা হয়েছে।এই রিজেকশনের পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন – অসম্পূর্ণ তথ্য, আবেদনের অযোগ্য, ভুল তথ্য ইত্যাদি।

Related Article  Digital Voter Card Download: বাড়িতে বসেই ভোটার কার্ড ডাউনলোড করুন, জেনে নিন পদ্ধতি

রেজেক্টেড লিস্টে কৃষকের নাম, বাবার নাম, ক্যাটাগরি, রিজেকশনের কারণ এবং অন্যান্য তথ্য থাকতে পারে। যেসমস্ত কৃষকের নাম রিজেকশন লিস্টে নথিভুক্ত আছে তারা পার্শবর্তী Kisan Call Centre বা Krishi Vigyan Kendra -এ যোগাযোগ করে রিজেকশনের সঠিক তথ্য জানতে পারবেন।

আপনি যদি আগের ইনস্টলমেন্টে টাকা পেয়ে থাকেন কিন্তু ১৪তম ইনস্টলমেন্টে যদি আপনার নাম রিজেকশন লিস্টে দেখা যায় তাহলে হয়তো আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং ব্যাংক একাউন্ট যুক্ত নেই। এই যোজনার পুরো সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনার আধার, মোবাইল এবং ব্যাংক পাসবই যুক্ত করুন।

PM Kisan Scheme – এর গুরুত্বপূর্ণ ওয়েবসাইট:

PM Kisan Scheme এর অফিসিয়াল ওয়েবসাইট:এখানে ক্লিক করুন
New Farmer Registration (নতুন কৃষক রেজিস্ট্রেশন):এখানে ক্লিক করুন
Status of Farmer Registered through CSC (সিএসসি এর মাধ্যমে রেজিস্টার করা কৃষকের স্ট্যাটাস): এখানে ক্লিক করুন
Beneficiary Status (প্রাপকের স্ট্যাটাস):এখানে ক্লিক করুন
Beneficiary List (প্রাপকের লিস্ট): এখানে ক্লিক করুন
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment