Oral Health Quiz 2023 – খেলুন এবং জিতে নিন সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত পুরস্কার ও শংসাপত্র

Oral Health Quiz 2023: কেন্দ্র সরকার প্রত্যেক বছর বিভিন্ন দিনে বিভিন্ন রকমের কুইজ এর ব্যবস্থা করে থাকে। এই কুইজ গুলো সাধারণত মানুষকে সেই সমস্ত দিনএর গুরুত্ব সম্পর্কে সজাগ রাখার জন্যই ব্যবস্থা করা হয়ে থাকে। 

ঠিক তেমনই প্রত্যেক বছরের ন্যায় এই বছর ও সেন্ট্রাল গভর্নমেন্ট এর Ministry of Health and Family Welfare (MoHFW) এবং Centre for Dental Education and Research AIIMS, New Delhi সম্মিলিত ভাবে Mygov পোর্টালে এই কুইজ এর ব্যবস্থা করেছে।

প্রত্যেক বছর ২০ই মার্চ, World Oral Health Day হিসেবে পালন করা হয়ে থাকে। এই বছরও তার কোন বিপরীত হয়নি। এই দিবস পালন করার মূল উদ্দেশ্য হলো মানুষকে দাঁতের যত্ন নেওয়া ও দাঁতের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের ব্যপারে শিক্ষা দেওয়া।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন —টেলিগ্রাম লিঙ্ক

এবছরের Oral Health Day কুইজ এর থিম হলো “Be Proud of Your Mouth”, মুখের স্বাস্থ্যের তাত্পর্যের উপর জোর দিয়ে পরিবর্তনকে উৎসাহিত করার জন্য এই থিমটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি মানুষের দাঁতের যত্ন নেওয়ার ব্যপারে একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা বহন করে। এই থিমটি গ্রহণ করার উদ্দেশ্য হল লোকেদের তাদের মুখের যত্ন নিতে এবং তাদের সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উন্নতি করতে অনুপ্রাণিত করা।

Oral Health Quiz ২০২৩ – এর নিয়মাবলী:

এই কুইজটিতে অংশগ্রহণ করার জন্য আপনাকে সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হবে সেগুলো নিচে উল্লেখ কড়া হলো – 

  • আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে 
  • শুধুমাত্র MyGov পোর্টাল থেকেই এই কুইজে অংশগ্রহণ করা যাবে 
  • ১০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্ধারিত সময় হলো ৫ মিনিট
  • কুইজের প্রত্যেকটি প্রশ্নই MCQ ফরমেটে থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের ১টি সঠিক উত্তর থাকবে
  • এই কুইজে অংশ নেওয়ার জন্য কোন রকম Fees দিতে হবে না, এটি একটি Free কুইজ প্রতিযোগিতা 

কুইজ এর পুরস্কার তালিকা:

ওরাল হেলথ কুইজ ২০২৩ এ অংশগ্রহণ কড়া প্রত্যেক প্রতিযোগী একটি করে সংশাপত্র পাবেন, এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীদের জন্য থাকবে অর্থ পুরস্কার –

  • প্রথম পুরস্কার – ৩০০০ টাকা ও সংশাপত্র 
  • দ্বিতীয় পুরস্কার – ২০০০ টাকা ও সংশাপত্র 
  • তৃতীয় পুরস্কার – ১০০০ টাকা ও সংশাপত্র

কুইজে অংশগ্রহণ করার সময়সীমা:

  • রেজিস্ট্রেশন শুরু: 23 Apr 2022, 5:00 pm
  • অংশগ্রহণের শেষ তারিখ: 23 May 2023, 11:45 pm

কিভাবে Oral Health Quiz 2.0 টি অংশগ্রহণ করবেন?

এই কুইজএ অংশগ্রহণ করার জন্য নিচের সাধারণ পদক্ষেপ গুলো অনুসরণ কোর্টে পারেন –

  1. সর্বপ্রথমে Mygov ওয়েবসাইট এ গিয়ে নিজের নাম রেজিস্টার করুণ, আপনার সুবিধার জন্য কুইজ এ অংশগ্রহণ করার লিংকটি নিচে দেওয়া হলো –
    https://quiz.mygov.in/quiz/oral-health-quiz-2023/
  2. আপনার নাম রেজিস্টার করার সময় নাম, ইমেল এড্রেস, ফোন নাম্বার এবং ঠিকানার প্রয়োজন হতে পরে 
  3. এর পরে “Start” বাটনে ক্লিক করলেই আপনার কুইজ শুরু হয়ে যাবে যা আপনাকে ৩০০ সেকেন্ডের মধ্যে অর্থাৎ ৫মিনিটের মধ্যে শেষ করতে হবে।
  4. কুইজ শেষ হাওয়ার পরপরই আপনি আপনার ফলাফল ও সংশাপত্র পেয়ে যাবেন
  5. আপনি যদি প্রথম ৩জনের মধ্যে উত্তীর্ণ হন, তাহলে আপনাকে কুইজ এর সময় সীমা শেষ হাওয়ার পরে ব্যক্তিগত ভাবে জানানো হবে।
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment