বয়স হয়ে যাওয়ার কারণে যেসব কৃষক জমিতে কাজ করতে পারছেন না, তাদের পেনশনস্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাসিক ১০০০টাকার বার্ধক্য পেনশন যোজনার ব্যবস্থা করা হয়েছে।
এই যোজনার সুবিধা পাওয়ার জন্য আপনার মাসিক আয় অবশ্যই এক হাজার টাকার থেকে কম হতে হবে।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন — | টেলিগ্রাম লিঙ্ক |
কারা কারা এই যোজনায় আবেদনের যোগ্য?
এই যোজনার অন্তর্ভুক্ত হাওয়ার জন্য নিম্নোক্ত বিষয়ে যোগ্য হতে হবে তাহলেই আপনি এই যোজনার সুবিধা ভোগ করতে পারবেন –
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে
- পরিবারের মাসিক আয় ১০০০ টাকার বেশি হওয়া চলবে না
- আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হতে হবে
- এক একরের বেশি জমির মালিক হলে এই যোজনার জন্য যোগ্য নন
কৃষক পেনশন যোজনায় আবেদনের পদ্ধতি
কৃষক পেনশন যোজনায় আবেদনের জন্য নিচের পদ্ধতি গুলি অনুসরণ করুন –
- আবেদনকারীকে গ্রাম পঞ্চায়েত অফিস বা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিস (BDO) থেকে অফলাইন আবেদন পত্র সংগ্রহ করতে হবে
- আবেদনপত্র পূরণ করার পর, আবেদনপত্রের সহিত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে
- এরপরে যেখান থেকে আবেদনপত্র গ্রহণ করেছেন, সেখানে গিয়ে পূরণকৃত আবেদন পত্র জমা দিতে হবে
- আবেদন জমা দেওয়ার পর অবশ্যই আবেদন জমার রিসিপ্ট কপি নিয়ে নিবেন
- এরপরের পদক্ষেপ হিসেবে, রাজ্যস্তরের কৃষি বিভাগের পেনশন আধিকারিক আপনার আবেদনপত্র যাচাই করবেন এবং ব্লক স্তরে কৃষি সহায়তা কেন্দ্রের দ্বারা এবং শহরে কৃষি ভবন দ্বারা দানগ্রহীর সাথে যোগাযোগ করা হবে
- এরপর আপনি এই পেনশনের সঠিক অংশীদার হলে আপনার ব্যাংক একাউন্টে টাকা সরাসরি জমা পড়বে
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
এই পেনশন স্কিমে আবেদনের জন্য নিচের প্রয়োজনীয় নথিগুলি অবশ্যই সঙ্গে রাখবেন –
- পারিবারিক আয়ের সংশাপত্র
- পাসপোর্ট সাইজ ফটো
অতিরিক্ত নথি হিসেবে নিচের প্রমাণ পত্র গুলোও সাথে রাখতে পারেন –
- ভোটার কার্ড
- আধার কার্ড
- রেশন কার্ড, ইত্যাদি
বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করতে ভুলবেন না ।