জে ই ই অ্যাডভান্সড (JEE Advanced)২০২৩ এর রেজিস্ট্রেশন শুরু আজ থেকে, জেনে নিন কিভাবে আবেদন করবেন

জে ই ই মেইন ২০২৩ এর দ্বিতীয় সেশন এর রেজাল্ট প্রকাশ করার পর পরই National Testing Agency (এনটিএ) আজ থেকেই জে ই ই অ্যাডভান্সডের জন্য আবেদনের পোর্টাল খুলে দিচ্ছে। পরীক্ষার্থীরা জি ই ই অ্যাডভান্সড এর আবেদন করার জন্য jeeadv.ac.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, স্টুডেন্টরা ৭ই মে ২০২৩ পর্যন্ত জে ই ই অ্যাডভান্সড এর আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় বসার জন্য নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৯শে মে থেকে ৪ই জুন ২০২৩ পর্যন্ত।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন —টেলিগ্রাম লিঙ্ক

এবছরের জে ই ই অ্যাডভান্সড যুগ্মভাবে ৭টি আই আই টি দ্বারা কনডাক্ট করা হবে –

  • IIT Kharagpur
  • IIT Delhi
  • IIT Bombay
  • IIT Madras
  • IIT Guwahati
  • IIT Kanpur
  • IIT Roorkee

জে ই ই অ্যাডভান্সড এর সময়সীমা:

জে ই ই অ্যাডভান্সড পরীক্ষার সম্ভাব্য দিন হলো ৪ই জুন ২০২৩ এবং এই পরীক্ষার ২টি পেপার আছে –

  • পেপার ১
  • পেপার ২

পেপার ১ এবং পেপার ২ এর জন্য নির্ধারিত সময় হলো নিম্নরূপ –

  • পেপার ১ – সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
  • পেপার ২ – দুপুর ২:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত
Related Article  WB মাধ্যমিকের ফলাফলের দিন ঘোষণা করা হলো, জেনে নিন রেজাল্ট কোথায়, কিভাবে ডাউনলোড করবেন

JEE ADVANCED 2023: ELIGIBILITY CRITERIA

জে ই ই অ্যাডভান্সড এ আবেদন করার জন্য নিম্নোক্ত যোগ্যতা থাকা অত্যন্ত জরুরি, আবেদন করার পূর্বে অবশ্যই আবেদনের যোগ্যতা যাচাই করে নিন –

  • একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ম্যান্ডেটরি বিষয়ে হিসেবে অবশ্যই – গণিত, পদার্থবিদ্যা ও কেমিস্ট্রি থাকতে হবে
  • এই পরীক্ষায় বসার জন্য আপনাকে জে ই ই মেইন পরীক্ষায় প্রথম ২.৫ লাখ ছাত্রের মধ্যে রাঙ্ক করতে হবে
  • বয়স সীমা: এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার জন্ম তারিখ অক্টোবর ১, ১৯৯৮ বা তার পরের সময়কালের মধ্যে হতে হবে
  • এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ৫ বছরের বয়স ছাড় পাবেন

জে ই ই অ্যাডভান্সড এর জন্য কিভাবে আবেদন করবেন?

জে ই ই অ্যাডভান্সড এ আবেদন করার জন্য আপনি নিম্নোক্ত পদক্ষেপ গুলো ফলো করতে পারেন –

  • সর্বপ্রথমে, https://jeeadv.ac.in/ ওয়েবসাইটে যান
  • হোম পেজ পাওয়া গেলে JEE Advanced 2023 লিঙ্কে সার্চ করুন এবং ক্লিক করুন
  • তারপর নিজেকে নিবন্ধন করুন এবং সঠিক তথ্য দিয়ে লগইন করুন।
  • নতুন পৃষ্ঠায়, JEE অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ফি প্রদান করুন
  • সাবমিট অপশন এ ক্লিক করুন
  • নিশ্চিতকরণ পৃষ্ঠাটি সংরক্ষণ করুন এবং ডাউনলোড করুন
  • আরও প্রয়োজনের জন্য JEE অ্যাডভান্সড 2023 ফর্মের একটি হার্ড কপি নিজের কাছে রাখুন
Related Article  স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২০২৩ - উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকার লোন
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment