জে ই ই মেইন ২০২৩ এর দ্বিতীয় সেশন এর রেজাল্ট প্রকাশ করার পর পরই National Testing Agency (এনটিএ) আজ থেকেই জে ই ই অ্যাডভান্সডের জন্য আবেদনের পোর্টাল খুলে দিচ্ছে। পরীক্ষার্থীরা জি ই ই অ্যাডভান্সড এর আবেদন করার জন্য jeeadv.ac.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, স্টুডেন্টরা ৭ই মে ২০২৩ পর্যন্ত জে ই ই অ্যাডভান্সড এর আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় বসার জন্য নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৯শে মে থেকে ৪ই জুন ২০২৩ পর্যন্ত।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন — | টেলিগ্রাম লিঙ্ক |
এবছরের জে ই ই অ্যাডভান্সড যুগ্মভাবে ৭টি আই আই টি দ্বারা কনডাক্ট করা হবে –
- IIT Kharagpur
- IIT Delhi
- IIT Bombay
- IIT Madras
- IIT Guwahati
- IIT Kanpur
- IIT Roorkee
জে ই ই অ্যাডভান্সড এর সময়সীমা:
জে ই ই অ্যাডভান্সড পরীক্ষার সম্ভাব্য দিন হলো ৪ই জুন ২০২৩ এবং এই পরীক্ষার ২টি পেপার আছে –
- পেপার ১
- পেপার ২
পেপার ১ এবং পেপার ২ এর জন্য নির্ধারিত সময় হলো নিম্নরূপ –
- পেপার ১ – সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
- পেপার ২ – দুপুর ২:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত
JEE ADVANCED 2023: ELIGIBILITY CRITERIA
জে ই ই অ্যাডভান্সড এ আবেদন করার জন্য নিম্নোক্ত যোগ্যতা থাকা অত্যন্ত জরুরি, আবেদন করার পূর্বে অবশ্যই আবেদনের যোগ্যতা যাচাই করে নিন –
- একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে ম্যান্ডেটরি বিষয়ে হিসেবে অবশ্যই – গণিত, পদার্থবিদ্যা ও কেমিস্ট্রি থাকতে হবে
- এই পরীক্ষায় বসার জন্য আপনাকে জে ই ই মেইন পরীক্ষায় প্রথম ২.৫ লাখ ছাত্রের মধ্যে রাঙ্ক করতে হবে
- বয়স সীমা: এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনার জন্ম তারিখ অক্টোবর ১, ১৯৯৮ বা তার পরের সময়কালের মধ্যে হতে হবে
- এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটরা সর্বোচ্চ ৫ বছরের বয়স ছাড় পাবেন
জে ই ই অ্যাডভান্সড এর জন্য কিভাবে আবেদন করবেন?
জে ই ই অ্যাডভান্সড এ আবেদন করার জন্য আপনি নিম্নোক্ত পদক্ষেপ গুলো ফলো করতে পারেন –
- সর্বপ্রথমে, https://jeeadv.ac.in/ ওয়েবসাইটে যান
- হোম পেজ পাওয়া গেলে JEE Advanced 2023 লিঙ্কে সার্চ করুন এবং ক্লিক করুন
- তারপর নিজেকে নিবন্ধন করুন এবং সঠিক তথ্য দিয়ে লগইন করুন।
- নতুন পৃষ্ঠায়, JEE অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় ফি প্রদান করুন
- সাবমিট অপশন এ ক্লিক করুন
- নিশ্চিতকরণ পৃষ্ঠাটি সংরক্ষণ করুন এবং ডাউনলোড করুন
- আরও প্রয়োজনের জন্য JEE অ্যাডভান্সড 2023 ফর্মের একটি হার্ড কপি নিজের কাছে রাখুন