আবেদন করুন আই ই টি (IET) স্কলারশিপে এবং ৩ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগ পান।

প্রযুক্তি বিদ্যায় পাঠরত ছাত্রছাত্রীদের জন্য সুখবর। আই ই টি ইণ্ডিয়া স্কলারশিপ নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ।এই স্কলারশিপ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা দশ লাখ টাকা পর্যন্ত জেতার সুযোগ পাবেন।

IET (Institute of Engineering and Technology) ইণ্ডিয়া স্কলারশিপ ভারতের অন্যতম প্রতিষ্ঠান যা প্রত্যেক বছর ইঞ্জিনিয়ারিং এর স্নাতক স্তরে পাঠরত শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্কলারশিপ দিয়ে সাহায্য করে আসছে বছরের পর বছর ধরে। রতন টাটা, নারায়ণ মূর্তি এবং টি ভি রামচন্দ্রন এর মতো বিখ্যাত ইঞ্জিনিয়ার রা আই ই টি ইণ্ডিয়া স্কলারশিপের সম্মানিত ফেলো ছিলেন।

এই স্কলারশিপটি সাধারণত ইঞ্জিনিয়ারিং এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে পাঠরত ছাত্র/ছাত্রীদের জন্য প্রযোজ্য। আপনাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছেন এবং উপরের ওই চার বছরের মধ্যে যেকোনো ১ বছরে পড়াশুনা করছেন তাহলে এই স্কলারশিপ এর ব্যপারে বিস্তারিত জেনে নিন নিচে।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন —টেলিগ্রাম লিঙ্ক

Contents

Related Article  স্টেট ব্যাংক ফাউন্ডেশনের আশা স্কলারশিপে আবেদন করুণ এবং সর্বোচ্চ ২লাখ টাকার বৃত্তির সুবিধা পান

Eligibility Criteria (কারা কারা এই স্কলারশিপে এপলাই করতে পারবেন):

যারা যারা IET স্কলারশিপে apply করতে চান তারা নিচের Eligibility Criteria থেকে পুরো বিষয়ে জেনে নিতে পারবেন –

  • AICTE স্বীকৃত যেকোনো ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্র/ছাত্রী হতে হবে।
  • ইঞ্জিনিয়ারিং কোর্সের প্রত্যেকটা সেমিস্টার প্রথমবারেই পাস্ করতে হবে।
  • প্রত্যেক সেমিস্টারএ আপনাকে নূন্যতম ৬০ শতাংশ নাম্বার তুলতে হবে অথবা সিজিপিএ(CGPA) ৬ থেকে ১০ এর মধ্যে হতে হবে।
  • এই স্কলারশিপে কোন বয়স সীমা নির্ধারিত নেই, অর্থাৎ যেকোনো বয়সের শিক্ষার্থীরাই এই স্কলারশিপে এপলাই করতে পারবে।
  • IET এর সদস্য বহিরাগত স্টাডেন্টরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন
  • এমনকি যারা ল্যাটেরাল এন্ট্রি নিয়ে বি.টেক/বি.ই দ্বিতীয় বর্ষে এডমিশন নিয়েছেন, তারাও এই স্কলারশিপে আবেদন করার যোগ্য।

স্কলারশিপে প্রদত্য সুবিধাসমূহ:

স্টাডেন্টরা নিচের দুই ধাপে এই স্কলারশিপের সুবিধা নিতে পারবেন। স্কলারশিপ এর সুবিধাসমূহ দুইভাবে দেওয়া হবে “আঞ্চলিক” ও “জাতীয়” রাউন্ড –

Regional Round (আঞ্চলিক রাউন্ড):

IET স্কলারশিপের ৫টি আঞ্চলিক সেন্টার থাকবে এবং এই ৫টি সেন্টারে নির্বাচিত শিক্ষার্থীরা নিচের বিবরণ অনুযায়ী স্কলারশিপ এর মূল্য পাবেন –

  • আঞ্চলিক রাউন্ড বিজয়ী – INR 60,000 + সার্টিফিকেট + IET সদস্যপদ
  • আঞ্চলিক রাউন্ড রানার আপ – INR 40,000 + সার্টিফিকেট + IET সদস্যপদ
Related Article  Tata Capital Pankh Scholarship 2023: আবেদন পদ্ধতি, যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিষয়ে জানুন

National Finals (জাতীয়স্তরের বিজয়ী):

জাতীয় স্তরের বিজয়ীরা আঞ্চলিক স্তরের বিজয়ীদের চেয়ে বেশি মূল্যের স্কলারশিপ পাবেন। নিচে বিবরণ দেওয়া হলো –

  • বিজয়ী – INR 3,00,000 + সার্টিফিকেট + IET সদস্যতা
  • ১ম রানার আপ – INR 1,70,000 + সার্টিফিকেট + IET সদস্যতা
  • ২য় রানার আপ – INR 1,50,000 + সার্টিফিকেট + IET সদস্যতা

Note: আপনি যদি আঞ্চলিক ও জাতীয়, দুই স্তরেই বিজয়ী হয়ে থাকেন তাহলে, আপনি দুই স্তরে বিজয় হওয়ার জন্য দুটো আলাদা শংসাপত্র পাবেন এবং, শুধু জাতীয়স্তরে নির্ধারিত মূল্যই স্কলারশিপ হিসেবে পাবেন।

কী কী ডকুমেন্টস প্রয়োজন?

এই স্কলারশিপে অংশগ্রহণ করার জন্য আপনার কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই।

IET স্কলারশিপে কিভাবে আবেদন করবো?

আই ই টি স্কলারশিপ আবেদন করার জন্য নিচের সাধারণ স্টেপ গুলো ফলো করুন –

  • নিচের লিংকে ক্লিক করে স্কলারশিপ আবেদনএর জন্য অফিসিয়াল পেজ এ যান –
    https://www.buddy4study.com/page/iet-india-scholarship-awards?ref=HomePageBanner
  • এরপরে “Apply Now” বাটনে ক্লিক করে প্রয়োজনই ডিটেলস ফিলাপ করে submit করুণ, এরপরে আপনি যদি IET স্কলারশিপের জন্য নির্বাচিত হন তাহলে আপনাকে ইমেল বা ফোন জানিয়ে দেওয়া হবে।
Related Article  Praxis Women in Tech Scholarship 2023: স্নাতকোত্তরের পড়াশুনার জন্য ১লাখ টাকার স্কলারশিপ

আবেদনের শেষ তারিখ

ইনস্টিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি প্রদত্য IET Scholarship এর আবেদনের শেষ তারিখ হলো: ৩রা জুন, ২০২৩

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment