IDBI Bank Recruitment 2023: ১০৩৬টি শূন্যপদে এক্সেকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি

সম্প্রতি ২৪শে মে, ২০২৩ আইডিবিআই ব্যাংক (Industrial Development Bank of India) ১০৩৬টি এক্সেকিউটিভ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

এই পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, আবেদন মূল্য, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।

আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুনটেলিগ্রাম লিঙ্ক

শূন্যপদের বিবরণ:

CategoryNo. of Vacancy
অসংরক্ষিত (UR)৪৫১টি 
তপসিলী জাতি (SC)১৬০টি 
তপসিলী উপজাতি (ST)৬৭টি
অন্যান্য অনগ্রসর জাতি (OBC)২৫৫টি 
আর্থিকভাবে দুর্বল (EWS)১০৩টি
মোট শূন্যপদ ১০৩৬টি

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:

  • ভারত সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীর প্রাপ্ত নম্বর নূন্যতম ৫৫ শতাংশ হতে হবে। (SC/ST/PWD এর জন্য নূন্যতম নাম্বার ৫০ শতাংশ)
  • কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়সের সময়সীমা:

  • নূন্যতম বয়স: ২০ বছর 
  • সর্বোচ্চ বয়স: ২৫ বছর
  • এছাড়াও SC/ST, OBC ও PwD পরীক্ষার্থীদের যথাক্রমে ৫, ৩ ও ১০ বছরের বয়সের ছাড় দেওয়া হবে 
Related Article  WBP Recruitment 2023: কলকাতা পুলিশের ২২৬৬টি পদে আবেদনের তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি বিষয়ে জেনে নিন

আবেদন ফী:

  • এসসি, এসটি এবং পিডব্লিউডি আবেদনকারীদের জন্য আবেদন মূল্য: ২০০ টাকা
  • অন্য যেকোনো আবেদনকারীর আবেদন মূল্য: ১০০০ টাকা

বেতনের বিবরণ:

প্রথম বছর:মাসিক ২৯,০০০ টাকা 
দ্বিতীয় বছর: মাসিক ৩১,০০০ টাকা
তৃতীয় বছর:মাসিক ৩৪,০০০ টাকা

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদন শুরু ও আবেদন ফী জমা দেওয়ার শুরুর তারিখ:২৪-০৫-২০২৩
আবেদনের শেষ ও আবেদন ফী জমা দেওয়ার শেষ তারিখ:০৭-০৬-২০২৩
আবেদনপত্র এডিট করার শেষ তারিখ:০৭-০৬-২০২৩
পরীক্ষার সম্ভাব্য তারিখ:০২-০৭-২০২৩

আবেদনের লিঙ্ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

অনলাইন আবেদনের লিঙ্ক:আবেদন করুন
অফিসিয়াল নোটিফিকেশন:ডাউনলোড করুন
IDBI Bank অফিসিয়াল লিঙ্ক:এখানে ক্লিক করুন
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment