Digital Voter Card Download: বাড়িতে বসেই ভোটার কার্ড ডাউনলোড করুন, জেনে নিন পদ্ধতি

Digital Voter Card Download 2023: জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন রকমের কাজ অনলাইনে করার পদক্ষেপ নিয়েছে। ভারতের নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করার জন্য একটি পোর্টাল খুলে দিয়েছে।

ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ব্যবহার করে আপনি সহজেই আপনার ভোটার কার্ডের একটি ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা (যেমন – ভোটার কার্ডের নামের ভুল সংশোধন, ঠিকানা পরিবর্তন, ইত্যাদি) ঘরে বসেই সময়ের অপচয় না করে উপভোগ করতে পারবেন।

এই ভোটার কার্ডটি আপনার পরিচয়ের প্রমাণপত্র হিসেবেও ব্যবহার করা যাবে। ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোডের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

ডিজিটাল ভোটার কার্ড:

ভারতে ভোটাধিকার গ্রহণ করার জন্য ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক। ১৮বছর বা তার বেশি বয়সের যেকোনো ভারতীয় নাগরিক ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারে।

Related Article  স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২০২৩ - উচ্চশিক্ষায় আর্থিক সাহায্যের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকার লোন

এই ভোটার কার্ড যাতে সহজেই পাওয়া যায় সেই উদ্যেশে ভারতের নির্বাচন কমিশন একটি Digital Voter Card – এর ব্যবস্থা করেছে যা Electronic – Elector Photo Identity Card বা EPIC বলে পরিচিত। এই এপিক কার্ডটি আপনি সহজেই ন্যাশনাল ভোটার পোর্টাল থেকে PDF ফরমেটে ডাউনলোড করে নিতে পারেন।

এছাড়াও এই কার্ডটির ফোন নাম্বার verify করে Digi Locker এ স্টোর করে রাখতে পারেন। Digital Voter Card টি Voter Help লাইন মোবাইল অ্যাপ বা National Voter Portal থেকে ডাউনলোড করা যাবে।

Digital Voter Card – চালু করার উদ্যেশ্য:

অনেক সময়ই ভোটার কার্ড সংগ্রহ করার জন্য সরকারি দপ্তরে মানুষকে দিনের পর দিন লাইনে দাঁড়াতে হয়। এমনকি সাধারণ মানুষকে এই ভোটার কার্ড সংগ্রহ করার জন্য বিভিন্ন হয়রানির স্বীকার হতে হয়। 

কিন্তু এই Digital Voter Portal এ মানুষ সহজেই নিজের ভোটার কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন তার জন্য কোথাও টাকা পয়সা বা হয়রানির স্বীকার হতে হয় না। ঘরে বসেই সহজে নিজের ভোটার কার্ড ডাউনলোড করে প্রিন্ট করা যায়।

Related Article  West Bengal Caste Certificate 2023: জাতি সংশাপত্রের জন্য আবেদনের খুঁটিনাটি জানুন!

ডিজিটাল ভোটার কার্ডের সুবিধাসহ:

  • একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ভোটদানের জন্য একটি Voter Card থাকা বাধ্যতামূলক 
  • এটিকে পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে
  • জাতীয় নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার কার্ডের পরিষেবা প্রদানের জন্য NVSP পোর্টাল খুলে দিয়েছে 
  • ডিজিটাল ভোটার কার্ড সহজেই যেকোনো জায়গায় শুধুমাত্র মোবাইল, ইন্টারনেট ও ভোটার কার্ডের নাম্বার ব্যবহার করে ডাউনলোড করা যায় 
  • ভোটার ফর্ম ফিলাপের Reference Number ব্যবহার করেও ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করা যায় 
  • এই কার্ডে একটি QR Code থাকে যা স্ক্যান করে সহজেই কার্ডের সত্যতা যাচাই করা যায়
  • ডিজিটাল ভোটার কার্ডের ফাইল সাইজ ১৫০ kb

ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোডের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

  • আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে 
  • বয়স ১৮বছর বা তার বেশি হতে হবে
  • যাদের বৈধ EPIC Number আছে তারা সহজেই ডাউনলোড করতে পারবেন 
  • আবেদনের সময় যারা একক মোবাইল নাম্বার ব্যবহার করেছেন তারাও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন

প্রয়োজনীয় তথ্য:

  • আধার কার্ড 
  • ঠিকানার প্রমাণ 
  • রেশন কার্ড 
  • পাসপোর্ট সাইজের ফটো 
  • মোবাইল নাম্বার 

কিভাবে Digital Voter Card ডাউনলোড করবেন?

  • সর্বপ্রথমে, National Voter Service Portal এ যান
  • এরপর, E-Epic Download অপশনে ক্লিক করুন
  • তারপর, login/signup এ redirect করা হবে 
  • আপনি যদি আগে থেকেই NVSP পোর্টালে registered হয়ে থাকেন, তাহলে user name (মোবাইল নাম্বার/ ইমেল এড্রেস) এবং password ব্যবহার করে Captcha পূরণ করে লগইন করুন এরপরই ডাউনলোড করতে পারবেন
  • আর যদি প্রথমবার NVSP আসেন তাহলে Register as a New User বাটনে ক্লিক করুন
  • এরপর, মোবাইল নাম্বার ও captcha পূরণ করুন 
  • Send OTP অপশনে ক্লিক করলে আপনার নম্বরে otp পাঠানো হবে, এই ওটিপি ব্যবহার করে signup কমপ্লেট করুন এবং প্রথমের পদ্ধতি অনুযায়ী login করুন এবং ডাউনলোড করুন
Related Article  কিভাবে CSC Digital Seva Kendra খুলবেন, জেনে নিন রেজিস্ট্রেশন পদ্ধতি
Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment