SBIF Asha Scholarship 2023 – হলো State Bank of India Foundation এর একটি উদ্যোগ। এই স্কলারশিপের উদ্যেশ্য হলো অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির ছাত্রছাত্রীদেরকে তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা করা।
এসবিআইএফ স্কলারশিপটি সাধারণত পিএইচডি স্কলারদেরকে প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপে নির্বাচিত ছাত্রছাত্রীরা সর্বোচ্চ ২,০০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন এক বছরের জন্য।এই স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুরো পোস্টটি পড়ুন।
আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন | টেলিগ্রাম লিঙ্ক |
Contents
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
এসবিআইএফ আশা স্কলারশিপে আবেদনের জন্য অবশ্যই নিচের যোগ্যতা থাকা আবশ্যিক –
- ২০২২-২৩ সালে কোন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে পিএইচডি তে ভর্তি হওয়া প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন
- আবেদনকারীকে নিচের যেকোনো বিষয়ে পিএইচডি করতে হবে –
১। Cybersecurity
২। Finance Mechanisms
৩। New Payment Models
৪। Intellectual Property Rights
৫। Micro Finance & Credit Linkage
৬। Policy Reform to Enable Financial Inclusion
৭। Last Mile Access to Digital Banking & Financial Services
- আবেদনকারীকে স্নাতকোত্তরে নূন্যতম ৭৫ শতাংশ নাম্বার তুলতে হবে (সমস্ত সেমিস্টারে প্রাপ্ত নম্বরের গড়)
- পারিবারিক বাৎসরিক আয় ৩লাখ টাকার কম হতে হবে
- ভারতের যেকোনো প্রান্তের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন
স্কলারশিপের সুবিধাসহ:
নির্বাচিত ছাত্রছাত্রীদের ১বছরের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।
SBI Asha স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি:
- গত বছরের মার্কশীটের কপি (আবেদনকারী পিএইচডি করলে, স্নাতকোত্তরের মার্কশিট)
- সরকারস্বীকৃত পরিচয়ের প্রমাণপত্র (আধার কার্ড)
- বর্তমান বছরের ভর্তির প্রমাণ (ফী রিসিপ্ট / এডমিশন লেটার / আইডেন্টিটি কার্ড / বোনাফাইড সার্টিফিকেট)
- আবেদনকারীর ব্যাংকের পাসবই
- পাসপোর্ট সাইজ ফটো
আবেদনের শেষ তারিখ:
৩১শে মে ২০২৩
কিভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে আবেদনের জন্য নিচের পদ্ধতি গুলি অনুসরণ করুণ –
- নিচের লিংকে ক্লিক করে এসবিআই ফাউন্ডেশনের আশা স্কলারশিপ পোর্টালএ যান –
এখানে ক্লিক করুণ - এরপরে “Apply Now” বাটনে ক্লিক করুন
- তারপরে Buddy4Study তে লগইন বা সাইনাপ করুন
- এরপর, প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন
- সবশেষে আবেদনপত্র “Submit” করুন
আশা স্কলারশিপ হেল্পলাইন নাম্বার:
আবেদন করার সময় বা পরে যদি কোনোরূপ সমস্যার সম্মুখীন হোন তাহলে নিচের ফোন নাম্বার ও ইমেইলে যোগাযোগ করুন –
ফোন: 011-430-92248 (Ext: 303) (Monday to Friday – 10:00 AM to 6 PM)
ইমেল: [email protected]