আবেদন করুন অটল পেনশন যোজনায় এবং বয়স ৬০ পূরণ হওয়ার পর প্রতিবছর সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত পান

অটল পেনশন যোজনা অসংগঠিত শ্রমিক ও যাদের পারিবারিক মাসিক আয় ৬৫০০ টাকা বা তার নিচে মূলত সেই সমস্ত ব্যক্তিদের পেনশনের সুবিধা প্রদান করার জন্য দেওয়া হয়ে থাকে। এই যোজনা ১৮ থেকে ৪০ বছরের ব্যক্তি আবেদন করতে পারে।

কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনায় আবেদন করুণ এবং প্রতিমাসে নূন্যতম ৪২টাকা থেকে শুরু করে ১৪৫৪টাকা পর্যন্ত জমা করুণ এবং আপনার বয়স ৬০ হয়ে যাওয়ার পর প্রতিমাসে ১০০০থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০টাকা পর্যন্ত পেনশনের সুবিধা উপভোগ করুণ।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন —টেলিগ্রাম লিঙ্ক

অটল পেনশন যোজনার জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

এই যোজনায় নিজেকে নথিভুক্ত করার জন্য নিচের যোগ্যতা গুলি থাকা আবশ্যিক –

  • আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
  • এই স্কিমের সর্বনিম্ন বয়স সীমা ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স সীমা ৪০ বছর
  • এই যোজনায় নথিভুক্ত ব্যক্তিকে নূন্যতম ২০ বছর ধরে কান্ট্রিবিউশন করতে হবে
  • যেকোনো ব্যাংকে একটি একাউন্ট থাকতে হবে

যোজনায় আবেদন প্রক্রিয়া:

অটল পেনশন স্কিমএ আবেদন করার জন্য নিচের পদক্ষেপ গুলি অনুসরণ করুন –

  1. সর্বপ্রথমে, যেকোনো জাতীয় ব্যাংকার শাখা খুঁজে বের করতে হবে যারা যোজনার ফর্ম গ্রহণ করবেন, নিচের লিঙ্ক থেকে ফর্ম সংগ্রহ পারেন – Form Link
  2. ব্যাংক একাউন্ট থাকুক বা না থাকুক, নিচের পদ্ধতি অবলম্বন কোর্টে হবে –

    ১।  উপরের লিঙ্ক থেকে ব্যাংক খুঁজে নিয়ে ব্যাংক শাখাতে যোগাযোগ কোর্টে হবে
    ২।  অটল পেনশন যোজনায় অন্তর্ভুক্তির ফর্ম সংগ্রহ কোর্টে হবে, নিচের লিঙ্ক থেকেও এই ফর্ম সংগ্রহ করতে পারেন
    ৩। ব্যাংক একাউন্ট নাম্বার, আধার নাম্বার, মোবাইল নাম্বার দিতে হবে
    ৪। প্রথম মাসের টাকা একাউন্ট থেকে কেটে নেওয়া হবে, তারপর থেকে মাসিক ভিত্তিতে কাটা হবে
    ৫। সাবস্ক্রিপশন আবেদনপত্রের ভিত্তিতে কাউন্টার স্লিপ দেওয়া হবে এবং এই রিসিপ্ট এ acknowledgement number / স্থায়ী Retirement number দেওয়া থাকবে
  3. যাদের ব্যাংক একাউন্ট নেই, তাদের জন্য করণীয় –

    ১। অটল পেনশন যোজনার আবেদন গ্রহণ করা ব্যাংক খুঁজে বের করতে হবে এবং ব্যাংকে যোগাযোগ করতে হবে
    ২। KYC তথ্য এবং আধার কার্ডের কপি নিয়ে ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং ব্যাংক একাউন্ট খুলতে হবে
    ৩। এরপরে ২য় ধাপের পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে
Related Article  স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের জন্য এককালীন ৬০,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত সুবিধা, জেনে নিন কারা কারা পাবেন

প্রয়োজনীয় নথিপত্র:

এই যোজনার জন্য প্রয়োজনীয় নথি নিচে দেওয়া হলো –

  • আধার কার্ড 
  • পারিবারিক আয়ের সংশাপত্র
  • ব্যাংক পাসবুক

এছাড়াও আপনার অন্যান্য নথিপত্র যেমন –

  • ভোটার কার্ড 
  • রেশন কার্ড, ইত্যাদি

অবশ্যই করণীয়:

  • অটল পেনশন যোজনায় নথিভুক্তির পরে আপনার পেনশন একাউন্টে প্রত্যেক মাসে নূন্যতম ৪২টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৪৫৪ টাকা পর্যন্ত, আপনার সামর্থ অনুযায়ী জমা করতে হবে, তা না হলে জরিমানা হিসেবে বেশি টাকা দিতে হবে, বিস্তারিত জানতে নিচের নোটিফিকেশন ফলো করুণ – Official Notification
  • এক ব্যক্তি শুধুমাত্র একটিই অটল পেনশন একাউন্ট খুলতে পারেন 
  • জাতীয় পেনশন ব্যবস্থা অনুযায়ী এই একাউন্টে আপনি কর ছাড়ের সুবিধা লাভ করতে পারবেন

বিস্তারিত জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটএ ভিজিট করুন।

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment