অন্যদাত্রী যোজনার মাধ্যমে আপনার ফসল ও শাকসব্জি সরাসরি অনলাইনে বিক্রি করুণ, বিস্তারিত জানুন

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের মধ্যস্থতার কোন হস্তক্ষেপ ছাড়াই নির্ধারিত হারে নিজেদের ফসল ও শাকসব্জি অনলাইনে বিক্রির সুযোগ করে দেওয়ার জন্য এই যোজনার উন্মোচন করেন। বর্তমান অবস্থায় কৃষকদের ফসলের ক্ষতি ঠেকানোর জন্যই রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

এই প্রকল্পের মাধ্যমে আপনারা সহজেই আপনার ক্ষেতের ধানসহ অন্যান্য শাকসব্জি সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে জানার জন্য পুরো পোস্টে চোখ রাখুন।

আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন —টেলিগ্রাম লিঙ্ক

কারা কারা এই যোজনায় আবেদনের যোগ্য?

এই যোজনায় আবেদনের জন্য আপনাকে পশ্চিমবঙ্গের কৃষক হতে হবে।

কিভাবে আবেদন করবেন?

অন্যদাত্রী যোজনায় আবেদনের জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুণ – 

  • গুগল প্লেস্টোর থেকে বা নিচের লিংকে ক্লিক করে অন্যদাত্রী অ্যাপ টি ডাউনলোড ও ইনস্টল করুণ –
    https://play.google.com/store/apps/details?id=in.gov.wb.annyodaatri&hl=en&gl=US&pli=1
  • এরপরে আপনি কী বিক্রি করতে চান সেটার নাম নির্বাচন করুণ (ধান অথবা সব্জি)

    ec69cc4d b95b 41d7 9be0 7afd899d0b15
  • এরপর, আপনার মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার ভ্যালিডেট করুণ।


    43061dcc d95d 444a 882c bb34e7f75d59
  • ভ্যালিডেট করার পর আপনার ফোন নম্বরে একটি ওটিপি আসবে সেটি দিয়ে আপে রেজিস্টার করুণ 
  • সফল রেজিস্ট্রেশনের এই অ্যাপেই আপনাকে দেখানো হবে, কিভাবে আপনি আপনার ফসল বিক্রি করতে পারবেন।
Related Article  জয় জোহার পেনশন স্কিমে আবেদন করুনএবং পান মাসিক ১০০০টাকা পেনশন, কিভাবে আবেদন করবেন জেনে নিন

প্রয়োজনীয় লিঙ্ক ও তথ্য:

Sharing Is Caring:

News Crate এ সবাইকে স্বাগত জানাই। আমি কবির হোসেন একজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট এবং News Crate এর প্রতিষ্ঠাতা ও এডিটর। আমি বিভিন্ন ধরনের প্রকল্প, চাকরি, স্কলারশিপ, এপ্লিকেশন, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি সম্পর্কিত বিষয় নিয়ে News Crate এ লিখে থাকি। আশা করি, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারব।

Leave a Comment